তারিখ: ২২ মার্চ, ২০২৫ খ্রি. (শনিবার), সময় : ১. সকাল ৯.৩০ থেকে ১১টা, ২. সকাল ১১.৩০ থেকে দুপুর ১টা স্থান: এল.ডি হল (L. D. Hall), জাতীয় সংসদ, শেরেবাংলা নগর, ঢাকা৷
কর্মসূচি: ১. জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত মজলিস এর সংলাপ, (সকাল ৯.৩০ টা) ২. জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ লেবার পার্টি'র সংলাপ, (সকাল ১১.৩০ টা) কর্মসূচিদ্বয়ের মিডিয়া কাভারেজ প্রদানের জন্য সকল মিডিয়া কর্মীগণকে বিনীতভাবে অনুরোধ করা হল।
স্বা/- পবন চৌধুরী
জনসংযোগ কর্মকর্তা,
জাতীয় ঐকমত্য কমিশন,